জাগো নিউজে সংবাদ প্রকাশের পর বাংলা বই পেলো সেই ৫৪ শিক্ষার্থী
জাগো নিউজে সংবাদ প্রকাশের পর বাংলা পাঠ্যবই পেয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৫৪ শিক্ষার্থী।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবর্ষের দশ মাস পেরিয়ে গেলেও সপ্তম শ্রেণির ৫৪ শিক্ষার্থীকে বাংলা নতুন বই দেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও জেলার সচেতন নাগরিকরা। সেই সঙ্গে বার্ষিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়ে শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) ‘সুনামগঞ্জে বাংলা বই ছাড়া বছর পার সপ্তম শ্রেণির ৫৪ শিক্ষার্থীর’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশ হয়। এর পর সেদিনই বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা অফিস যৌথভাবে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেয়।

আরও পড়ুন:
সুনামগঞ্জে বাংলা বই ছাড়া বছর পার সপ্তম শ্রেণির ৫৪ শিক্ষার্থীর
বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান বলেন, শিক্ষার্থীরা বাংলা বই পায়নি বিষয়টি আমার জানা ছিল না। তবে যখন বিষয়টি সামনে আসে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বই ব্যবস্থা করে দিয়েছি। মঙ্গলবার শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আমরা ১২টি উপজেলায় বই দিয়েছি, আর এখানে মাত্র ৫০টি বই দেব না এটা হতে পারে না। আমি ঢাকাতে একটি কর্মশালায় রয়েছি। শুনেছি বই ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে।
লিপসন আহমেদ/এমএন/জেআইএম