এবার টাঙ্গাইলে পুরোহিতকে হত্যার হুমকি


প্রকাশিত: ০৪:০৭ এএম, ২২ জুন ২০১৬

এবার টাঙ্গাইলে সুবোধ চক্রবর্তী (৫৮) নামের এক পুরোহিতকে হত্যার হুমিক দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ডায়েরিতে বলা হয়েছে, সোমবার রাতে পুরোহিতের ব্যবহৃত মোবাইল ফোনে এই হত্যার হুমকি দেয়া হয়। সুবোধ শহরের ছোট কালিবাড়ির প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুরোহিত নিজেই সাধারণ ডায়রি করেছেন। মোবাইলের কললিস্টের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।