লৌহজং নদীতে অবৈধ দখলমুক্তকরণ কাজ শুরু


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১০ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নেতৃত্বে নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখলমুক্তকরণ কাজ শুরু হয়েছে।

বুধবার সকালে টাঙ্গাইল পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর পানিপ্রবাহ সৃষ্টি ও অবৈধ দখলমুক্তকরণের কাজ উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

এ সময় জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ছানোয়ারুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, নদী-নালা-খাল-বিল- জলাশয় ভরাট করা যাবে না। সেই নির্দেশনা মোতাবেক বুধবার সকাল থেকে লৌহজং নদীতে অবৈধ দখলমুক্তকরণ কাজ শুরু করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।