হিলি সীমান্তে বিজিবি-বিএসফের মধ্যে ‘রাখিবন্ধন’


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৮ আগস্ট ২০১৬

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে উদযাপিত হয়েছে “রাখিবন্ধন” উৎসব।

বৃহস্পতিবার বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্টের শুণ্য আঙিনায় এই রাখিবন্ধন উৎসবের আয়োজন করে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

এসময় চেকপোস্টে কর্তব্যরত বিজিবি ও বিএসএফ সদস্যরা একে অপরের হাতে রাখি পরিয়ে দেন ও মিষ্টি মুখ করান।

এছাড়া সীমান্তের দুই অংশের মানুষরাও এই উৎসবে অংশ নিয়ে একে অপরকে রাখি পরিয়ে দেন। এসময় কিছুক্ষণের জন্য মিলন মেলায় পরিণত হয় হিলি চেকপোস্ট আঙিনা।

DINAJPUR

ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের নারী বিএসএফ সদস্যরা হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কপালে ভাইফোটা দিয়ে, মিষ্টি খাইয়ে ও হাতে রাখি বেঁধে রাখিবন্ধন উৎসব পালন করেন। পরে বিজিবির পক্ষ থেকে তাদের মিষ্টি উপহার দিয়ে রাখিবন্ধনের শুভেচ্ছা জানানো হয়।

এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাদশা, হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার দলবির সিং, ধিরাজ সিং এবং বিজিবির হিলি সিপি ক্যাম্পের হাবিলদার নিখিল চন্দ্র, আসলাম হোসেন, চেকপোস্ট কমান্ডার হাবিলদার আলমগীর হোসেনসহ দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাদশা সীমান্তের শুন্যরেখায় সাংবাদিকদের বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে নিজ নিজ অবস্থানে থেকে সীমান্তের দায়িত্ব পালন করার জন্য এ ধরনের জাতীয় উৎসব ও ধর্মীয় দিনগুলোতে একে অপরের মাঝে মিষ্টি বিনিময় করে রাখিবন্ধনের মতো বিভিন্ন উৎসব পালন করা হয়। এতে করে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বলেন, আমরাও আমাদের বিভিন্ন জাতীয় উৎসব ও ধর্মীয় দিনগুলোতে বিএসএফ সদস্যদের মিষ্টি ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।