শেষ রক্ষা হচ্ছে না বাইতুল মামুর মসজিদের
দীর্ঘ ৪০ বছরের পুরাতন রাজবাড়ীর বরাট ইউনিয়নের উড়াকান্দার বাইতুল মামুর জামে মসজিদের শেষ রক্ষা হচ্ছে না।
চলতি মাসের ২৫ আগস্ট বৃহস্পতিবার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে `নদীগর্ভে বিলীনের পথে বাইতুল মামুর মসজিদটি` এই শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছিল। সেদিন মসজিদ থেকে নদীর দূরত্ব ছিল ৪০ থেকে ৫০ ফুট দূরে।
কিন্তু সরেজমিনে আজ দুপুরে গিয়ে দেখা গেছে, মসজিদের একদম নিকটে চলে এসেছে নদী। ভেঙে ফেলা হয়েছে বাউন্ডারির দেওয়াল, টিনশেড মক্তব ও কেটে ফেলা হয়েছে মসজিদের গাছপালা। এখন শুধু সময়ের ব্যাপার মসজিদটির মূল অংশটুকু ভাঙা।
বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মাস্টার জানান, তিন যুগের বেশি সময়ের এ মসজিদটি নদীতে ভেঙে চলে যাচ্ছে এটা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নাই। নদী ভাঙনের তীব্রতা এতো বেশি যে বড় বড় চাপ নিয়ে ভেঙে পড়ছে নদীতে। মসজিদটি শেষ রক্ষা করতে পারলাম না আমরা কেউ।
সভাপতি আরো বলেন, ভাঙনের ভয়াবহতা এতোই বেশি যে এলাকার প্রায় ২/৩শ বসতবাড়ি, প্রায় দুইশ বছরের পুরাতন ভবন, স্কুল, কবরস্থান, ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। পাশাপাশি মসজিদ, মাদরাসা, ফসলি জমি ও অন্যান্য বসতবাড়িসহ নদী রক্ষাকারী বাঁধ হুমকির মুখে রয়েছে। এখনই ব্যবস্থা না নিলে এগুলোও নদীতে চলে যাবে। তাছাড়া বাঁধে তো এখন সরাসরি পানি আছড়ে পড়ছে।
এদিকে, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় স্রোত বৃদ্ধি পেলেও পানি বেশি দেখা যাচ্ছে না। শহর রক্ষাবাঁধ ও বসতবাড়ি, স্কুল, মসজিদ ও ফসলি জমি রক্ষার জন্য যা যা করা প্রয়োজন তা এখনই করার দাবি জানান।
রুবেলুর রহমান/এসএস/এবিএস