রায়পুরে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে ডাকাতি
লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে টাকা ও স্বর্ণালংকারসহ ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ।
উপজেলার উত্তর কেরোয়া গ্রামের সৌদি প্রবাসী আবু তাহেরের বাড়িতে রোববার রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে সোমবার সকালে রায়পুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন।
থানা পুলিশ ও প্রবাসীর পরিবার সূত্র জানায়, ঘটনার সময় ৭-৮ জন মুখোশধারী ডাকাত প্রবাসী আবু তাহেরের বিল্ডিংয়ের ভেন্টিলেটর কেটে ভেতরে ঢোকে। ডাকাতরা তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস, শিশু আমেনা ও ফাহিমাকে আগ্নেয়াস্ত্রের মুখে হাত-পা ও মুখ বেঁধে এক রুমে জিম্মি করে রাখে।
একপর্যায়ে ডাকাতরা ২ ভরি স্বর্ণ, ৫০ হাজার টাকা, একটি ট্যাব ও তিনটি মোবাইল ফোনসহ ২ লাখ টাকার মালামাল লুটে নেয়।
জানতে চাইলে কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল বলেন, ডাকাতির ঘটনাটি শুনেছি। ডাকাতদের বিষয়ে জনগণকে সচেতন ও গোপনে তথ্য চেয়ে মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়নে মাইকিং করা হবে। চোর-ডাকাতদের বিরুদ্ধে আমার ইউনিয়নে জিহাদ ঘোষণা করবো।
এ ব্যাপারে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলার জন্য পরামর্শ দেয়া হয়েছে। ডাকাতদের আটক এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
কাজল কায়েস/এসএস/এবিএস