দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র যানজট


প্রকাশিত: ০৪:৩২ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬
ফাইল ছবি

দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট দৌলতদিয়ায় ফেরিঘাট সমস্যা ও নদীতে তীব্র স্রোতের কারণে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানযটের। এতে পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে প্রায় ৪ শতাধিকের বেশি যানবাহন।

শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেড়শ যাত্রীবাহী কোচ ও আড়াইশ`র বেশি পণ্যবাহী ট্রাককে সিরিয়ালে থাকতে দেখা গেছে। এতে করে চরম বিপাকে পড়েছে কোচের যাত্রীরা।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করলেও নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে ও দৌলতদিয়ায় ১ নং ফেরিঘাট বন্ধ রয়েছে। তবে ২, ৩ ও ৪ নং ঘাট দিয়ে মাঝে মধ্যেই যানবাহন উঠানামায় সমস্যা হচ্ছে। এ কারণেই সৃষ্টি হচ্ছে যানযট।

রুবেলুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।