ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে এসেছে স্বাভাবিকতা। মহাসড়কের টাঙ্গাইল অংশে গত দু`দিনে উত্তরবঙ্গগামী যানবাহনের চলাচলের গতি স্বাভাবিক থাকলেও ঢাকামুখী যানবাহনে ছিল কিছুটা ধীরগতি। তবে ঈদের ৪৮ ঘণ্টা আগেই মহাসড়কের এ অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন জেলা পুলিশ প্রশাসন।

মহাসড়কের কয়েকজন যানবাহন চালক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটার সড়ক স্বাভাবিক যান চলাচলের উপযোগী হয়ে উঠেছে। মহাসড়কের এ অংশে গতকাল দুপুর থেকে তেমন কোনো যানজটের কবলে পড়তে হয়নি বলেও জানান তারা।

Tangail

সোমবার সকালে মহাসড়কের এলেঙ্গায় এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের টাঙ্গাইল পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, দেশের উত্তরাঞ্চলের ১৭টি জেলাসহ টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলার গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। সে কারণে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি ও কিছু কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

Tangail

বঙ্গবন্ধু সেতু নির্মিত হওয়ার পর এই প্রথম মহাসড়কের ওপর দিয়ে গত চারদিনে এক লাখ পাঁচ হাজার যানবাহন চলাচল করেছে বলে জানান তিনি।

তবে যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মতৎপরতায় রোববার থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। ঈদের আনন্দ শেষে কর্মজীবী মানুষরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।