মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার শুকুন্দী বালিয়াকান্দা সরকার বাড়ী লাইলী বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৫৮ জন শিক্ষার্থীদের মাঝে এ ড্রেস বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ড্রেস বিতরণ করেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রশিদ সুজন, লেবুতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, শুকন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. রফিজ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতি মো. তৌহিদুল আলমের ব্যক্তিগত অর্থায়নে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।