নরসিংদীতে দুটি লাশ উদ্ধার


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

নরসিংদীতে পৃথকস্থান থেকে অজ্ঞাতপরিচয় দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শিবপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুরান্দিয়া বাসস্ট্যান্ডের দক্ষিণে স্থানীয় একটি শিশু ছাগল চড়াতে এসে রাস্তার পশ্চিম পাশে একটি গর্তের কচুরি পানার ভিতর পানিতে ভাসমান অবস্থায় অর্ধ গলিত অজ্ঞাত যুবকের (৩৫) লাশ দেখতে পায়। পরে শিশুটি এলাকাবাসীকে জানালে স্থানীয় গ্রাম পুলিশ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশরে এসআই সুমন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে ৫/৬ দিন আগে রাতের আধারে অজ্ঞাত যুবককে মেরে এ খাদে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

অপরদিকে, একই উপজেলার সফরিয়া গ্রামের নদীর পাশ থেকে অজ্ঞাত যুবতীর (৩০) গলা কাটা লাশ উদ্ধার করে একই থানার পুলিশ। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।