গাইবান্ধায় মালবাহী ট্রাকে আগুন


প্রকাশিত: ১১:৩০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্যাপুরে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার সকাল ৯ টায় রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বত্রিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে প্লেনসীট বাহী একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিত্রিশ মাইল এলাকায় ট্রাকটিকে থামিয়ে চালক ও হেলপারকে নামিয়ে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এতে ট্রাকের সামনের অংশ (কেবিন) পুড়ে যায়।  উপজেলার ধাপেরহাট পুলিশ ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।