বিজিবির গাড়ির ধাক্কায় আহত ৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুরে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিজিবির একটি পিকআপ ভ্যান আখাউড়া চেকপোস্ট সংলগ্ন কোম্পানি সদর থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার ৭ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথামিক চিকিৎসা দেয়া হয়েছে।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. শাহ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দেবে বিজিবি।
আজিজুল সঞ্চয়/এসএস/এমএস