দাবি আদায়ের কেন্দ্রস্থল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বর


প্রকাশিত: ০৬:০৬ এএম, ২১ অক্টোবর ২০১৬

রাজনৈতিক দল, নাগরিক সংগঠন, ব্যক্তি কিংবা স্কুল-কলেজের শিক্ষার্থী সবারই আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কেন্দ্রস্থল যেন এখন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বর। জেলা শহরের সদর হাসপাতাল রোডে অবস্থিত ‘ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব’ চত্বরটি সবসময় থাকে সরগরম। কেউ কেউ এটিকে শহরের প্রাণকেন্দ্রও বলে থাকেন।

মাসের প্রায় অধিকাংশ দিনই প্রেসক্লাব চত্বরে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে থাকে মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ। বিভিন্ন নাগরিক সংগঠন এবং স্কুল-কলেজের ছেলে-মেয়েরাও তাদের দাবি আদায়ের কেন্দ্রস্থল হিসেবে বেছে নিয়েছে এ প্রেসক্লাব চত্বরকেই।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জেলা শহরে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন কিংবা ব্যক্তি আন্দোলন ভিত্তিক যেসব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে তার অধিকাংশেরই ভ্যেনু ছিল প্রেসক্লাব চত্বর।

জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অধীনে অনার্স (সম্মান) পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গত ২ জানুয়ারি প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। ২১ জানুয়ারি মনির হোসেন নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে একটি কিন্ডার গার্টেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা।

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ১৪ জুন সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানও অংশ নেন। গত ১১ জুলাই সৌদি আরবের মসজিদে নব্বী ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে জেলা আওয়ামী লীগ।

Brahombaria

২৭ সেপ্টেম্বর দলের শৃঙ্খলা ভঙ্গ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বিরুদ্ধে গণমাধ্যমে ‘ভিত্তিহীন’ বক্তব্য দেয়ায় জেলা আওয়ামী যুবলীগ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে দল থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের অপসারণ দাবি করে।

এ প্রেসক্লাব চত্বরেই ১ সেপ্টম্বর জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন করে কওমী মাদরাসার শিক্ষার্থীরা। এছাড়া জেলা বিএনপি ও কেন্দ্রীয় নানা আন্দোলন কর্মসূচি প্রেসক্লাব চত্বরে পালন করেছে। সর্বশেষ গত ৮ অক্টোবর মাধ্যমিক স্কুল সার্টিফিকে (এস.এস.সি) পরীক্ষায় ৭টি সৃজনশীল লেখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম সরকার জাগোনিউজকে বলেন, গণমাধ্যমে সংবাদ কাভারেজের জন্যই প্রেসক্লাব চত্বরে দলীয় কর্মসূচি পালন করা হয়ে থাকে। প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালন করলে সাংবাদিকদেরও পাওয়া যায়। এজন্যই আমরা ভ্যেনু হিসেবে প্রেসক্লাবকে বেছে নেই।

জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি জাগো নিউজকে বলেন, সাংবাদিকরাই আমাদের আন্দোলনের খবর তাদের লেখনির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। প্রেসক্লাব মানুষের একটি আস্থার জায়গা। এজন্য আমরা বিভিন্ন সময় প্রেসক্লাব চত্বরে দলীয় কর্মসূচি পালন করে থাকি।

এদিকে, প্রেসক্লাব চত্বরে আন্দোলন কর্মসূচি পালনকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাংবাদিক নেতারা। গণমাধ্যমে সংবাদ কাভারেজের জন্যেই আন্দোলনকারীরা প্রেসক্লাব চত্বরকে বেছে নিয়েছেন বলে তারা জানান।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা জাগো নিউজকে বলেন, যেকোনো আন্দোলন বা দাবি সাধারণ মানুষের নজরে আনতে হলে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

যেহেতু প্রেসক্লাবে সাংবাদিকরা থাকেন, তাই তাদের আসার জন্য এবং গণমাধ্যমে সংবাদ কাভারেজের জন্য আন্দোলনকারীরা প্রেসক্লাব চত্বরকে বেছে নিয়েছেন। এছাড়া প্রেসক্লাব চত্বরটি পরিচ্ছন্ন এবং প্রশস্ত হওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের জন্য উপযুক্ত স্থান বলেও উল্লেখ করেন এ সাংবাদিক নেতা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক রিয়াজ উদ্দিন জামি জাগো নিউজকে বলেন, আন্দোলনকারীরা মনে করেন প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালন করলে সাংবাদিকদের মাধ্যমে তারা তাদের আন্দোলনের খবরটি দ্রুত সারাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবেন। এছাড়া প্রেসক্লাবে সবসময় সাংবাদিকরা থাকেন এবং প্রশাসনসহ সকলেরই নজর থাকে বলেও প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালন করা হয়ে থাকে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।