ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারবিহীন ভোটকেন্দ্র


প্রকাশিত: ০৩:৫১ এএম, ৩১ অক্টোবর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলার চারটি ইউনিয়নে পুনঃভোটগ্রহণ শুরু হলেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। সকাল নয়টার দিকে মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারশূণ্য হয়ে আছে কেন্দ্রটি। অলস সময় কাটাচ্ছেন ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা।

সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়া এসব ইউনিয়নগুলো হলো, আখাউড়া উপজেলার আখাইড়া দক্ষিণ ও মনিয়ন্দ ইউনিয়ন এবং বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপু উত্তর ও উজানচর ইউনিয়ন।

মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল মতিন জাগো নিউজকে বলেন, আমার কেন্দ্রে মোট ভোটার ১৮৫৯ জন। সকাল নয়টা পর্যন্ত ৪০-৪৫টি ভোট কাস্ট হয়েছে। তবে প্রার্থীরা ভোটারদের ভালোভাবে উদ্বুদ্ধ না করার কারণে ভোটারদের উপস্থতি নেই বললেই চলে।

B-baria

তবে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রবিউল্লাহ্ ভূইয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর লোকজন ভোটারদের ভোটকেন্দ্রে না আসার জন্য রোববার রাত থেকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এজন্য ভোটারদের উপস্থিতি নেই। তাছাড়া ভোটকেন্দ্রে আমার কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জাগো নিউজকে বলেন, আখাউড়া দক্ষিণ ও মনিয়ন্দ ইউনিয়নে শুধুমাত্র চেয়ারম্যান পদে এবং বাঞ্ছারামপুর উত্তর ও উজানচর ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) ও মহিলা সদস্য পদে পুনঃভোটগ্রহণ অনুষ্ঠি হবে। বাঞ্ছারামপুরের দুই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।