নাসিরনগরে হামলাকারী শনাক্তে সহযোগিতা চাইলেন এসপি


প্রকাশিত: ০২:১২ পিএম, ০১ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার এ সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার বলেন, ইতোমধ্যে আমারা নাসিরনগর থানার পাশের যে এলাকাটিতে হামলা হয়েছে সেই হামলাকারীদের সনাক্তকরণের জন্য নাসিরনগর থানার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেই ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্তকরণের কাজ চলছে।আমরা কয়েকজনকে গ্রেফতারও করেছি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, গণমাধ্যমকে সঙ্গে নিয়েই আমরা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করবো। আপনাদের কাছে যদি সেদিনের হামলার কোনো ভিডিও ফুটেজ বা তথ্য থাকে তাহলে আমাদেরকে সহযোগিতা করুন। এতে করে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সহজ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকেও নাসিরনগর থানার ওসি আবদুল কাদেরকে প্রত্যাহারের দাবি এসেছে। আমরা তাড়াহুড়া করে কিছু করতে চাইছি না। তবে তাকে প্রত্যাহার করা সময়ের ব্যাপার মাত্র।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন কুমার দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।