নাসিরনগরে ফের হামলা


প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৪ নভেম্বর ২০১৬

সহিংসতা যেন থামছেই না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। শুক্রবার ভোরে সেখানকার হিন্দু পল্লীর পাঁচটি ঘরে আবারো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও পুলিশের দাবি, পুড়ে যাওয়া সবই গোয়াল ও রান্নাঘর। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে কে বা কারা উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় সংখ্যালঘুদের পাঁচটি গোয়াল ও রান্নাঘরে আগুন দিয়ে পালিয়ে যায় এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Nasirnagar

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি ধর্মীয় উপাসনালয় ও শতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে দুষ্কৃতকারীরা। পরে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে।

এ ঘটনায় রসরাজ নামে একজনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।