‘অগ্নিসংযোগকারীরা এই গ্রামেরই লোক হতে পারে’


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০৪ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারো হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগকারীরা ওই গ্রামের ভেতরেরই লোক হতে পারে বলে দাবি করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নাসিরনগর থানা ভবনে তিনি জাগো নিউজের কাছে এ দাবি করেন।

Nasirnagar

বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন থাকার পরও কীভাবে আবারো এ হামলার ঘটনা ঘটলো, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, যারাই হামলা করেছে তারা এই গ্রামেরই লোক বলে আমার মনে হচ্ছে। কেননা আমাদের যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা বলয় ছিল, তাতে করে বাইরের কেউ এসে অগ্নিসংযোগ করে পালিয়ে যেতে পারবে না।

উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চেকপোস্ট বসানো আছে। যদি বাইরের কেউ এসে এই কাজ করতো, তাহলে আমরা অবশ্যই তাদের ধরতে পারতাম।

Nasirnagar

তিনি আরও বলেন, আজ আবারও অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এরই মধ্যে বিজিবির সঙ্গে আমাদের কথা হয়েছে। হামলাকারীরা যেই হোক না কেনো, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবোই।

এর আগে শুক্রবার ভোরে উপজেলার পৃথক স্থানে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে উপজেলা সদরের বীরেন্দ্র শীলের একটি, পূর্বপাড়ার ফুল কিশোরের একটি, বণিকপাড়ার অমর দেবের একটি ও ঠাকুরপাড়ার কেশব চক্রবর্তীর একটি করে ঘর আগুনে পুড়ে যায়। এছাড়া পশ্চিমপাড়ার সাগর দাসের ব্যাকিবতগত পূজা মণ্ডপের দুর্গা মূর্তিসহ পূজা-অর্চনার জিনিসপত্রও দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।