ফরিদপুরে বাসচাপায় নিহত ৩


প্রকাশিত: ১০:৫০ এএম, ১১ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মধুখালী ও ভাঙ্গা উপজেলায় এসব ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আকরামুজ্জামান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর বোয়ালিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাস এক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর চালায়।

নিহতরা হলেন, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. মইজুদ্দিনের ছেলে হায়দার হোসেন (৪০) এবং দুলাল মেম্বারের ছেলে প্রবাসী মাসুদ মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

অপরদিকে, ভাঙ্গার বিশ্বরোড মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহনের বাস থেকে নামতে গিয়ে এক ব্যক্তি পা পিছলে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। নিহত একরাম উল হক (৪৮) মাদারীপুরের রাজৈর উপজেলার কাসেমপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে।

এস.এম. তরুন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।