রায়পুরায় সংঘর্ষের ঘটনায় দুই মামলা


প্রকাশিত: ০৬:০০ এএম, ১৫ নভেম্বর ২০১৬

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত ও ওসিসহ অর্ধশতাধিক আহতের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রায়পুরা থানায় পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আড়াইশ জনের বিরুদ্ধে এই দুটি মামলা করেন। তবে নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) বশির উদ্দিন জানান, রায়পুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে নিলক্ষার আবদুল মতিনকে প্রধান আসামি করে ৮৬ জনের বিরুদ্ধে ও উপ-পরিদর্শক ওবায়দুর রহমান বাদী হয়ে পুলিশের উপর হামলার ঘটনায় সোনাকান্দী গ্রামের তৌকির আহমেদকে প্রধান আসামি করে ১৬০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম এর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরইমধ্যে গত শনিবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ৩দিন যাবৎ দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। এতে উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সর্বশেষ গতকাল সোমবার সকালে দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের উপস্থিতিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু উত্তেজিত গ্রামবাসী পুলিশের উপর ককটেল ও টেটা নিক্ষেপ শুরু করেন। পরে পুলিশ ও দুই পক্ষ ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বেইরে চলে গেলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ,সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলিসহ প্রায় তিন শতাধিক গুলি ছোড়ে। এসময় ককটেলের স্প্লিন্টারে আহত হন রায়পুরা থানা পুলিশের ওসি আজহার উদ্দিনসহ ৫০ জন।

এদিকে আজ মঙ্গলবারও নিলক্ষার গ্রামগুলোতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সঞ্জিত সাহা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।