রায়পুরায় টেঁটাযুদ্ধ : ৫ গ্রাম পুরুষশূন্য


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষায় টেঁটাযুদ্ধে চারজন নিহতের ঘটনায় দুই হাজার জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। গ্রেফতার এড়াতে পাঁচ গ্রাম পুরুষশূন্য।

মঙ্গলবার সকালে রায়পুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম, উপ-পরিদর্শক ওবায়দুর রহমান ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রোকন চন্দ্র সরকার রায়পুরা থানায় পৃথক তিনটি মামলা করেন। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে সংঘর্ষে চারজন নিহত হবার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। এই ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত চারজনের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। অন্যজন টেঁটাবিদ্ধ হয়ে মারা যায়। তবে গত তিনদিন ধরে টানা সংঘর্ষ চললেও মঙ্গলবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংঘর্ষে চারজন নিহত ও অর্ধশতাধিক বাড়ি-ঘরে আগুন ও লুটপাটের ঘটনায় নিলক্ষা ইউনিয়নের চার গ্রাম ধ্বংস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে পাঁচটি গ্রামের সহস্রাধিক পুরুষ গ্রাম ছেড়েছে।

দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আবুল কালাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের করা মামলার গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

সরেজমিনে নিলক্ষায় গিয়ে দেখা যায়, টানা তিনদিনের সংঘর্ষে নীলক্ষা, বীরগাঁও, দড়িগাঁও, হরিপুর গ্রামে পোড়া চিহ্ন রয়েছে। এই ক’দিনে গ্রাম চারটির অন্তত ৪০টি ঘরে অগ্নিসংযোগের চিহ্ন পাওয়া গেছে। গ্রামবাসী জানিয়েছেন, অগ্নিসংযোগের চেয়ে উভয়পক্ষের বাড়িতে লুটপাট হয়েছে বেশি।

তবে চার গ্রামের মধ্যে কোনো পুরুষ পাওয়া যায়নি। পরিবারগুলো জানায়, গ্রেফতারের ভয়ে তারা গ্রাম ছেড়ে পালিয়েছে।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন) আবুল কালাম সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের একটি এবং এর আগে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলমকে প্রধান করে তিন সদস্যের আরেকটি তদন্ত টিম গঠন করা হয়।

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাজহারুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষায় দুপক্ষের টেঁটাযুদ্ধে গতকাল সোমবার দুপুরে পুলিশ ও দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

সঞ্জিত সাহা/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।