বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২১ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মালবাহী পিকআপ ভ্যানের চাপায় এরশাদ (২৮) ও শাকিল (১৮) নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের ছয়ানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাঞ্চারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় ঢাকা থেকে মুদি মাল নিয়ে একটি পিকআপ ভ্যান বাঞ্ছারামপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে ছয়ানি গ্রামের বেইলি সেতু এলাকায় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় পিকআপ ভ্যানটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া পাঁচজন পথচারীকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন। এ ঘটনায় আরো তিন পথচারী আহত হয়েছেন। হতাহতরা সবাই ছয়ানি গ্রামের বাসিন্দা।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।