ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শুরু


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৮ নভেম্বর ২০১৬

উৎসবমুখর পরিবেশে ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

আসন্ন ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ফরিদপুর নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে আসেন। পরে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র অনুষ্ঠানিকভাবে রির্টানিং কর্মকর্তার কাছে জমা দেন।
 
জেলা পরিষদ নির্বাচনে রির্টানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী সোমবার থেকে  মনোনয়নপত্র গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, ফরিদপুর জেলার ১১৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে আগামী দিনের জেলা পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করবেন। সকালে জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন মো. মোতাজ্জেল হোসেন।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।