দেনা নিয়ে উৎপাদনে যাচ্ছে ফরিদপুর চিনিকল


প্রকাশিত: ০৫:৪২ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

গত ৩৮ বছরে মোট ২৫০ কোটি টাকার দেনার দায় মাথায় নিয়ে শুক্রবার থেকে ২০১৬-১৭ মাড়াই মৌসুমে উৎপাদনে যাচ্ছে ফরিদপুর সুগার মিলস লিমিটেড।

চলতি বছর ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা মিলের উৎপাদন ক্ষমতার ৬৮ শতাংশ।

নানা অনিয়ম ও দুর্নীতির কারণে চাষিরা আখ উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। এছাড়া আখ সরবরাহ না থাকায় প্রতি বছরই মিলের উৎপাদনের সক্ষমতা অনুযায়ী উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
 
১৩৫ একর জমি নিয়ে ১৯৭৪ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ফরিদপুর চিনিকল নামে সরকারি এই শিল্প প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। বছর দুই পর থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লিমিটেড।

গত ৩৮ বছরের ২/৩টি মৌসুম ছাড়া কোনো মৌসুমেই লাভের মুখ দেখেনি এ চিনি কলটি। এ যাবৎ সর্বমোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ কোটিতে।

Faridpur

মিলের সাধারণ শ্রমিকেরা মনে করেন, শুরু থেকেই অব্যবস্থাপনা, দুর্নীতি আর অনিয়মের কারণেই জেলার একমাত্র এ ভারি শিল্প প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখতে পারছে না। বিশেষ করে প্রশাসন কর্মকর্তাদের ম্যানেজ করে সিবিএ নেতারা অদক্ষ শ্রমিক নিয়োগ দেয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না।
 
ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাগুরা জেলার মিল জোনের আখচাষির সংখ্যা ১০ হাজার থেকে হ্রাস পেয়ে চার হাজারে এসে দাঁড়িয়েছে। আখের ন্যায্যমূল্য না পাওয়াসহ আখ ক্রয়সংক্রান্ত নানা দুর্নীতি ও অনিয়মের কারণেই আখ আবাদে আগ্রহ হারাচ্ছেন চাষিরা।

এদিকে মিলের শ্রমিরা নিয়মিত ডিউটি করেও যথাসময়ে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ অনেক শ্রমিকের। নানা কারণে মিল ক্ষতিতে থাকায় তারা বেতন পাচ্ছেন না। যদিও শ্রমিক নেতারা মনে করেন মিলজোনে আখের উৎপাদন বাড়িয়ে অর্থিক সংকট কাটানো গেলে বেতনভাতা নিয়মিত পাওয়া সম্ভব হবে।

এদিকে এ বছরও গুদামে পাঁচ হাজার ৬২৫ টন পুরনো চিনি মজুদ রয়েছে। ডিলারদের দাবি, বিগত বছরের চিনি মজুদ থাকায় তা নষ্ট হতে বসেছে, যা ডিলাররা বাজারজাত করতে পারছে না।

বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রউফ খান জানান, সরকারের ডিজিটালাইজেশনের নানা উদ্যোগের কারণে এরই মধ্যে কমে গেছে দুর্নীতি ও অনিয়ম। চাষিদের আস্থায় এনে মিলকে লাভজনক করতে উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।

এসএম তরুন/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।