লক্ষ্মীপুর পলিটেকনিকে ৯ বছর পর ছাত্রলীগের সম্মেলন


প্রকাশিত: ১০:২০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৯ বছর পর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, শেখ জামান রিপন ও জাকির আল মামুন।

প্রসঙ্গত, ২০০৬ সালে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর সেখানে আর সম্মেলন হয়নি।

কাজল কায়েস/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।