ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত


প্রকাশিত: ১০:২২ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

ভৈরবের লুন্দিয়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্য ১৫ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সোহরাব (২৬), মফিজ খান (৪০), লোকমান (৩২), লিটন (৩৬), মনিরা বেগম (৩০), মীম বেগম (২৫), মুক্তার (৩৬), বাসির (৩৫), মামুন (৩৮), দিদার (২০), বিনয় (১৪), ফরহান (৮), জুহুরা বেগমসহ (৬০) অন্তত ২৫ জন।

সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত বাতেনকে বাজিতপুর জুহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, স্থাানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপ আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দোলকে কেন্দ্র করে গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে লাঠিসোডা, দা নিয়ে এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত ২৫ জন আহত হয়।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে তারা আবারও মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকালে এ খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা ওসি।

আসাদুজ্জামান ফারুক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।