কমলনগরে আয়ুব ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা
লক্ষ্মীপুরের কমলনগরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তোয়াহার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজী আয়ুব ফাউন্ডেশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
কমলনগর উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি ইবতেদায়ি মাদরাসা ও ৩টি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ৬০৭ শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। আয়ুব ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বই, সনদ, ক্রেস্ট ও নগদ টাকা উপহার দেবে।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে আয়ুব ফাউন্ডেশন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও ইবতেদায়ি চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার শুরু করে।
কাজল কায়েস/এএম/আরআইপি