গাছের সঙ্গে ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল (১৪) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। ঘন কুয়াশার কারনে বৃহস্পতিবার ভোরে রায়পুর-বাসাবাড়ি- হায়দরগঞ্জ সড়কের উদমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল উপজেলার উদমারা গ্রামের মো. খোকনের ছেলে।
৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারি জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে অটোরিকশার সামনে বাসা সোহেলের মৃত্যু হয়। এসময় চালক কাউছার গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/আরএআর/জেআই