লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তা কারাগারে


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরে সোনালী ব্যাংক কর্মকর্তা খালেদ মোহাম্মদ আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

খালেদ মোহাম্মদ আলী সোনালী ব্যাংক কমলনগর শাখার কর্মকর্তা ও হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী রহিম গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ব্যাংক কর্মকর্তা খালেদ মোহাম্মদ আলী গত ৫ নভেম্বর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে মামলার বাদী স্বামী সেলিমকে গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়। ঘটনার পর থেকে দগ্ধ সেলিম কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা খালেদকে প্রধান আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, মামলাটির তদন্ত চলছে। আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি জানা নেই।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।