শহরের মতো সুযোগ-সুবিধা পাবে হাওরবাসী
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দিন দিন উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ। এক সময় যারা বাংলাদেশকে রাষ্ট্র হিসেবেই মানতে কষ্ট হতো। আজ তারা দেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে বদ্ধপরিকর। সারা দেশের সঙ্গে হাওরেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমরা চাই ঢাকা, চট্টগ্রামের মানুষ যেসব সুবিধা ভোগ করবে, একই সুযোগ-সুবিধা পাবে হাওরের মানুষ।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে বাজিতপুর-নিকলীর হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা, নদী খনন ও মানুষের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদমন্ত্রী। বাজিতপুর ও নিকলী উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
নিকলী-বাজিতপুরের এমপি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীরপ্রতীক ও পাকুন্দিয়া-কটিয়াদী আসনের এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. জাহাঙ্গির কবীর, অতিরিক্ত মহা পরিচালক একেএম মোমতাজ উদ্দিন, মো. মাহফুজুল আলম ও প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নিকলীর গুরুই-ছাতিরচর এলাকায় হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় নুন্নির হাওরের বেরিগাং (মারা গাং) খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন।
নূর মোহাম্মদ/এএম/পিআর