লক্ষ্মীপুরে শেষ হলো তিন দিনের ইজতেমা


প্রকাশিত: ১১:০৬ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে প্রথমবারের মতো লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে দুনিয়া-আখেরাতের শান্তি, মুক্তি ও কল্যাণ কমনায় দোয়া করা হয়। এসময় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে মুক্তি চান।

রোববার দুপুরে ইজতেমার তিনদিনের সকল আনুষ্ঠানিকতা শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহম্মদ। আখেরি মোনাজাতে দুই লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয় বলে ধারণা করছে আয়োজকরা।

Lakshmipur

এর আগে গত শুক্রবার থেকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভবনীগঞ্জ সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির ওপর বিশাল মাফে লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক এ বিশ্ব ইজতেমা শুরু হয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দুপুরে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ও এলাকায় বসে মোনাজাতে অংশ নেয় জেলা ও জেলার আশপাশ জেলার আগত মুসল্লিরা।

আখেরি মোনাজাতে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার জোরদার ছিল।

কাজল কায়েস/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।