কিশোরগঞ্জে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৬

স্বাধীনতার ৪৫ বছর পর প্রথমবারের মতো পুলিশ বিভাগে কর্মরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বর্তমান ও সাবেক পুলিশ সসদ্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিডি মো. আব্দুস সাত্তার পিপিএম।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ বিভাগে কর্মরত বর্তমান ও সাবেক ২৪ জন মুক্তিযোদ্ধাকে ফুল, পদক ও উত্তরীয় পরিয়ে সম্মাননা দেয়া হয়।
প্রথমবারের মতো পুলিশ বিভাগের সম্মাননা পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন এসব মুক্তিযোদ্ধারা।

নূর মোহাম্মদ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।