ব্রাহ্মণবাড়িয়ায় শফিকুল আলম নির্বাচিত


প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল আলম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট।

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আনারস প্রতীক নিয়ে ৬৫০ ভোট পেয়ে আলহাজ্ব শফিকুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।