কিশোরগঞ্জে রাষ্ট্রপতির জন্মদিন পালিত


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০১ জানুয়ারি ২০১৭

কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৩তম জন্মদিন।

এ উপলক্ষে রোববার দুপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ ন ম নওশাদ খানের সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় কলেজের উপাধ্যক্ষ ডা. পিয়ারা বেগম, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. শাহ আজিজুল হক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে কেক কেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন পালন করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের ২০তম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ওই এলাকা থেকে তিনি পর পর সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।