ভৈরবে ভূমিকম্পে হেলে পড়েছে চারতলা ভবন


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

ভূমিকম্পে ভৈরবের রাণীর বাজার এলাকার একটি চারতলা ভবন হেলে পড়েছে। স্থানীয় শাহী মসজিদের সামনে অবস্থিত ওই ভবনটি জহির মিয়ার বিল্ডিং নামে পরিচিত।

খবর শুনে স্থানীয় লোকজন ভবনটির সামনে জড়ো হয়। এ নিয়ে ওই বিল্ডিংয়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। ওই ভবনটির বাসিন্দারা জানান, ভূমিকম্প চলাকালে ভবনটি দুলে উঠে এবং পাশের অপর একটি ভবনের ওপর হেলে পড়ে।

খবর শুনে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভবনটির বাসিন্দাদের আজকের মধ্যে চলে যেতে এবং পৌর কর্তৃপক্ষকে বিষয়টি তদারকিসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

ইউএনও দিলরুবা আহমেদ বলেন, ওই ভবন থেকে আজকের মধ্যে সব বাসিন্দাকে সরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে লিখিত চিঠি দেয়া হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।