সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত


প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৯ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের বেজগাতী মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আবু তালেব (২৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের আব্দুল গনি সেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক চাঁদ আলী জানান, বাগবাটী থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি বেজগাঁতী মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আবু তালেব নামে এক যাত্রী মারা যান। এ ঘটনায় অটোরিকশা চালক ঘোড়াচড়া এলাকার শফিকুল ইসলামসহ আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।