অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী কল্পনা খাতুনকে হত্যার দায়ে স্বামী এনামুল হককে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার বিকেল ৩টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত এনামুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারান্দিয়া গ্রামের হাবিবর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. সিরাজুল হক সরকার ও ইব্রাহীম খলিল ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে এনামুলের সঙ্গে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লা­ার নুর আলমের মেয়ে কল্পনা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী এনামুল হক কারণে অকারণে তার স্ত্রীকে মারপিট করতো। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জেরে ২০১১ সালের ১৮ মে এনামুল তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে এনামুলসহ ছয়জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ মো. সিদ্দীকুল ইসলাম। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক সোমবার বিকেলে এ রায় দেন।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।