কিশোরগঞ্জে মাদক সম্রাট মুর্শেদ গ্রেফতার


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭

কিশোরগঞ্জের মিঠামইনে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হত্যাসহ ১০টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মুর্শেদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শান্তিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলগীর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার মুর্শেদের নামে হত্যা, মাদকসহ ১০টি মামলা রয়েছে। গোপনে খবর পেয়ে নদীপথে বাড়ি যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। মুর্শেদ মিয়ার বাড়ি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিহারা গ্রামে।

নূর মোহাম্মদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।