স্বাধীনতায় অবিশ্বাসীরাই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে : ডিআইজি
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত তারাই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় গত ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলায় নিহত পুলিশের দুই সদস্য ও এক গৃহবধূর নামে একাকায় পৃথক তিনটি সড়কের নামকরণের ফলক উন্মোচন শেষে ডিআইজি সাংবাদিকদের এসব কথা বলেন। কিশোরগঞ্জ পৌরসভা এ তিনটি সড়ক নির্মাণ করছে।
মাহফুজুল হক নূরুজ্জামান বলেন, সরকার উৎখাতসহ সকল ষড়যন্ত্র এরই মধ্যে নস্যাৎ করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে শীর্ষ জঙ্গিরা ধরা পড়েছে। অনেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের তৎপরতায় এরই মধ্যে জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে। স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে। তাই এ দেশে জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান হবে না।
এ সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের নামে তিনটি সড়কের ফলক উন্মোচন করেন ডিআইজি।
নূর মোহাম্মদ/আরএআর/পিআর