সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক আহত


প্রকাশিত: ০২:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে একটি চাল কলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় শামীম তালুকদারের চাতালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন শিয়ালকোল গ্রামের ছবের আলী (৫০), হাফিজা খাতুন (৩৫) ও সাকেরা বেওয়া (৪৮)।

স্থানীয় শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় চাতালে কাজ করছিল ৪-৫ জন শ্রমিক।

এ সময় হঠাৎ বিকট শব্দে বয়লার মিলে বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।