লক্ষ্মীপুরে বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলা : আহত ১০


প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়।তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের ভাঙাখা ইউনিয়নের কমিটি গঠনের অনুষ্ঠান চলছিল। এ সময় কার্যালয়ের সামনে সড়কে ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে ছাত্রদল কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় ছাত্রদল কর্মী মোরশেদ আলম, তারেকুর রহমান হাবিব, মুরাদ, মামুন হোসেন, মো. দিপু, আবদুল, কাইয়ুম, মোস্তাফিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, দলীয় কার্যালয়ে অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। এতে ১০ নেতাকর্মীর আহত হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সরকারের সফলতার ৩ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে শনিবার লক্ষ্মীপুরে  আনন্দ র্যা লী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানকে বানচাল করতে ছাত্রদলের নেতাকর্মীরা নিজেরা কার্যালয় ভাঙচুর করে নাটক সাজিয়েছে।

লক্ষ্মীপুর সদর পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

কাজল কায়েস/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।