হতদরিদ্রদের মধ্যে রিকশা-ভ্যান ও শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ১০:১৪ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে জীবন-জীবিকায়ন উন্নয়নে হতদরিদ্রদের মধ্যে সেলাই মেশিন, রিকশা-ভ্যান, কুটির শিল্পের অর্থ চেক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের রেড ক্রিসেন্ট কার্যালয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল­াত মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জিনিস বিতরণ করেন।

রেড ক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি ও আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আমিনুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা, ফিরোজ তালুকদার, লুৎফর রহমান, বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস (সিবিডিআরআর) প্রকল্পের আওতায় স্বামী পরিত্যক্ত ১০ নারীকে সেলাই মেশিন, দুজনকে রিকশা-ভ্যান, ১০ জনকে কুটির শিল্পের অর্থ চেক ও ৫০ জন নারী-পুরুষকে শীতবস্ত্র প্রদান করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।