সিরাজগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে সিরাজগঞ্জ সদর থানা ছাত্রদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া বরাদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক বরাদ ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা বরাদের গ্রেফতারের নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রুমানা মাহমুদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল­াহ-আল কায়েস ও যুগ্ম-আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।