সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:১১ এএম, ১৭ জানুয়ারি ২০১৭
প্রতীকী

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে চাল ব্যবসায়ী আব্দুস সালাম (৪৫) হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ এ দণ্ডাদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

দন্তপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হাজী ছাই মুুদ্দীনের ছেলে আব্দুল হাই (৩০) ও সাইফুল ইসলাম হিটলার (৫০) একই গ্রামের সুজাব আলীর ছেলে মোকিম (৩০), বাহের আলীর ছেলে সুলতান (২৬), সাইদুল হোসেনের ছেলে জামিল হোসেন (২০) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চৈথট্ট গ্রামের হযরত আলীর ছেলে মজনু (৩৫)।

মামলার নথি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আলহাজ জামাল উদ্দিনের ছেলে আব্দুস সালামের সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে আসামিরা আব্দুস সালামকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন। এ ঘটনায় আব্দুস সালাম ২০০৭ সালে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরই জেরে ২০০৭ সালের ২২ অক্টোবর রাতে আব্দুস সালাম শিয়ালকোল বাজার থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর জোড়া ব্রিজের কাছে আসামিরা তার ওপর হামলা চালিয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা আলহাজ জামাল উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০০৯ সালের ৭ জানুয়ারি ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক এ রায় দেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।