লক্ষ্মীপুরে ছাত্রলীগের সভাপতিসহ ১০ নেতার কারাদণ্ড


প্রকাশিত: ১০:৩০ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ ১০ নেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন।

এদিকে, এ রায় ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা শহরের ফায়ার সার্ভিস এলাকা, ঝুমুর সিনেমা হল, মাদাম জিরো পয়েন্ট ও বাগবাড়ি এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তায় গাছের গুঁড়ি ও ইট-পাটকেল ফেলা হয়। নেতাকর্মীরা সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ অবরােধ তুলে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

আসামিদের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কেএম বাপ্পি কবির (পালসার বাপ্পি), সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস, ও যুবলীগ নেতা এহতেশাম হায়দর বাপ্পিকে ৫ বছর করে এবং ছাত্রলীগ নেতা মো. জুয়েল, সজিব, মিরাজকে ১ বছর করে ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, যুবলীগ নেতা ওমর ফারুক মানিক, রকি, রুপমকে এক মাস করে কারাদণ্ডে আদেশ দেয়া হয়েছে। এ রায়ে ছাত্রলীগ নেতা ইমন ও মাসুদকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায়ের সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

পরে একই আদালত থেকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ এক মাস করে কারাদণ্ড এবং ৪ নেতা জামিনে মুক্তি দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না জানান, এ রায়ে তারা সন্তুষ্ট নয়। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদরাসা এলাকায় জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে আসামিরা। এ ঘটনায় পরদিন ৬ সেপ্টেম্বর আহতের বাবা অ্যাড. মো. বদরুল আলম বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ ১২ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

কাজল কায়েস/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।