রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন


প্রকাশিত: ১০:৪৮ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আলী মুর্তুজা বাবু ও ছায়েম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে শেখ মো. কামাল হোসেনকে সভাপতি, পারভেজ আলমকে সহ-সভাপতি, হাসান পাটওয়ারীকে সাধারণ সম্পাদক ও জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা বলেন, ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে হোটাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতাদেরকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।