পাবনায় পুলিশকে গুলি : গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০২:২১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

পাবনার আটঘরিয়া থানার দুই এসআইকে গুলি করে আহত করার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাজার এলাকার আব্দুল লতিফের ছেলে শাকিল হোসেন (২০) ও পাবনা সদর উপজেলার দোগাছী কোমরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুজাউদ্দিন হৃদয় (৩০)।

সোমবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ এর সিও মো. শাহাবুদ্দিন খান (বিপিএম)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর সিও মো. শাহাবুদ্দিন খান (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানিঘাটা এলাকা থেকে শাকিল হোসেনকে এবং ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সুজাউদ্দিন হৃদয়কে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারদের বরাত দিয়ে র‌্যাব অধিনায়ক জানান, পাবনার গাছপাড়া এলাকার শ্যামলী এনআর গ্যাস পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেয়াকে কেন্দ্র করে আমিরুল নামের এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় শরীফ শাকিল ও তার সহযোগীদের।

এরই প্রতিশোধ নিতে গত ২৬ জানুয়ারি সকালে আমিরুলকে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটঘরিয়া থানার দুই এসআই তাদের গ্রেফতারের চেষ্টা করে।

এ সময় দুই এসআই মনির হোসেন ও তোফাজ্জল হোসেনকে গুলি করে পালিয়ে যায় শাকিল, শরীফ ও তার সহযোগীরা। এ ঘটনায় এসআই তোফাজ্জল হোসেন বাদী হয়ে আটঘরিয়া থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়।

একে জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।