মোটরসাইকেলের জন্য গলাকেটে হত্যার চেষ্টা


প্রকাশিত: ০২:২৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

পাবনার ঈশ্বরদীর পাকশীতে বেড়াতে এসে মোটরসাইকেল ছিনতাইকারীর কবলে পড়ে জীবন হারাতে বসেছিলেন কবির হোসেন মুরাদ নামে এক যুবক। সোমবার সন্ধ্যায় পাকশী রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ওই শিক্ষার্থীর গলায় ছুরি দিয়ে কাটার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে পথচারীরা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

আহত মুরাদের নাটোরের বড়াইগ্রাম উপজেলার মকবুল হোসেনের ছেলে। তার খালু পাবনা সুগার মিলে চাকুরি করেন। সেখানেই মুরাদ ঘুরতে এসেছিলেন বলে জানায় স্থানীয়রা।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেওয়ান আলমগীর হোসেন জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

আলাউদ্দিন আহমেদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।