ঈশ্বরদী সরকারি কলেজ বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের


প্রকাশিত: ০৮:২৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

ভূমিদস্যু দ্বারা ঈশ্বরদী সরকারি কলেজের জমি বেদখল হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। জমি উদ্ধার না হলে আন্দোলন অব্যাহত ও অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধের ঘোষণাও দিয়েছেন তারা।

মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় বের হয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা ঈশ্বরদীর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন সনেট এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রনির পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, যুবলীগ নেতা আলাউদ্দীন বিপ্লব ও অনার্স প্রথম বর্ষের ইংরেজী বিভাগের শিক্ষার্থী ফেরদৌসী আলিম অনি প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।