সাংবাদিক হত্যায় জড়িতদের ছাড় নেই : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতরা যতই প্রভাবশালী হোক, যে দলেরই হোক, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টায পাবনা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে ছোট-খাটো কোন্দল থাকা অস্বাভাবিক নয়, তবে সীমা লংঘনকারীদের অপরাধের দায় আওয়ামী লীগ নেবে না।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালের ৪ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। এ সময় তিনি পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বার্ণ ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির প্রমুখ।
পরে দুপুর একটায় মন্ত্রী শহরের গাছপাড়ায় স্বাস্থ্য সেবা হাসপাতালে আয়োজিত পাবনা ডায়াবেটিক সমিতির ব্যবহৃত জমির দলিল সমিতির অনুকূলে হস্তান্তর করেন।
পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ, সমাজ সেবক মুস্তাক আহমেদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক রেখা রানী বালো প্রমুখ।
একে জামান/এএম/আরআইপি