ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে নিজ বাড়ি থেকে ঈশ্বরদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সকালে তাকে পাবনা আদালতে পাঠানো হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার আব্দুল হাই জানান, এমএ কাদেরের বিরুদ্ধে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি মামলায় ওয়ারেন্ট ছিল।
একটি সূত্র জানায়, বিদ্যুৎ বিল বকেয়ার কারণে ২০১৪ সালে এই মামলার রায় হয়। এরপর থেকে তিনি আর হাজিরা দেননি।
আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস